নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসাবে প্রস্তাবিত ১০ জনের নাম নিয়ে সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবে সার্চ কমিটি। সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
ইতিমধ্যে সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে কমিটি প্রস্তাবিত ১০ জনের নাম জমা দেবে। সেখান থেকে পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন রাষ্ট্রপ্রধান। নতুন এই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
নতুন ইসি গঠনের জন্য চলমান একাদশ সংসদের গত অধিবেশনে নির্বাচন কমিশন আইন পাস হয়। এই আইনের আলোকে গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। দায়িত্ব নেওয়ার চার ধাপে দেশের বিশিষ্টজনদের সঙ্গে এবং নিজেদের মধ্যে সাতটি বৈঠক করেন। গত ২২ ফেব্রুয়ারি নিজেদের সর্বশেষ বৈঠকে ১০টি নাম চূড়ান্ত করেন সার্চ কমিটি।
কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এরপর থেকে সিইসি ও ইসির পদগুলো শূন্য থাকলেও তাতে কোনো অসুবিধা নেই। এই সময় নির্বাচন কমিশনের সরকারি কর্মকর্তারা প্রাত্যহিক কার্যক্রম চালিয়ে নিচ্ছেন। এর আগেও বেশি কয়েকটি কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর সিইসির পদ শূন্য ছিল।