নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।
রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন আজ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সন্ধ্যায় বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এর আগে সোমবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
কয়েক দিন আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিনকে (৭৪) দেশের রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেন। রোববার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিইসি এ ঘোষণা দেন।
বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ চলতি বছরের ২৩ এপ্রিল পূর্ণ হবে। এরপর শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।