Ajker Patrika
হোম > জাতীয়

আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে দুদকে অনিয়মের অভিযোগ

অনলাইন ডেস্ক

আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে দুদকে অনিয়মের অভিযোগ
ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ছবি: সংগৃহীত

ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, সংবিধান লঙ্ঘন করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তাঁর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকারও অভিযোগ রয়েছে। সাবেক সংসদ সদস্য নাসিমের কানাডায় বাড়ি থাকাসহ তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

অভিযোগে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় প্রার্থী হিসেবে আলাউদ্দিন আহমেদ চৌধুরী তাঁর গুলশানের কয়েক কোটি টাকার মূল্যের একটি বিলাসবহুল বাড়ি থাকার তথ্য গোপন করেছেন। দুদকের অনুসন্ধানে তাঁর বাড়ির তথ্য গোপনের সত্যতা পেয়েছে।

নাসিমের দুর্নীতির বিষয়ে এক ব্যক্তি দুদকে অভিযোগ করলে সেটি আমলে নেয় কমিশন। তাঁর অভিযোগে থেকে জানা যায়, ২০০৯ থেকে শেখ হাসিনার প্রটোকল অফিসার পদবি ব্যবহার করে প্রশাসনে বদলি, পদায়ন থেকে শুরু করে টেন্ডারবাজি ও বিদ্যুৎ কোম্পানির লাইসেন্স করে দেওয়ার অনিয়ম করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সরকারের পটপরিবর্তনের পর অক্টোবর মাসে আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ১২ ডিসেম্বর নাসিম ও তাঁর পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

শাপলা-শাহবাগের কর্মীরা কমরেডস হয়েছিল বলেই হাসিনার পতন ঘটেছিল: মাহফুজ আলম

পুলিশের সেই ৮৮ এসআই নিয়োগের পথ খুলল

কেন্দ্রীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের আগপর্যন্ত এনআইডি ইসির অধীনেই থাকবে

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার অবনতি: প্রেস সচিব

বেক্সিমকো চলবে নিজস্ব ব্যবস্থাপনায়, হাইকোর্টের রায়

সাংবাদিকদের বেসিক বেতন ৩০-৪০ হাজার টাকা করতে হবে: শফিকুল আলম

১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না

৮ নতুন উপদেষ্টা নিয়োগের প্রজ্ঞাপনটি ভুয়া, ফেসবুকে প্রেস সচিব

১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় আইন উপদেষ্টার নেতৃত্বে কমিটি