হোম > জাতীয়

ভারতের অনধিকার চর্চা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: উপদেষ্টা নাহিদ

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে ভারতের দেওয়া বিবৃতিকে ‘অনধিকার চর্চা’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বুধবার (২৭ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে। আমরা তাদের যৌক্তিক দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে ভারতের এমন অনধিকার চর্চা সামগ্রিক পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই বিষয়ে তাঁদের আরও সচেতন হওয়ার আহ্বান জানাই।’

এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্ময় দাসের গ্রেপ্তার এবং তার জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়।

বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চিন্ময় দাসকে আটক করার পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর চরমপন্থী গোষ্ঠীগুলো হামলা চালিয়েছে। এছাড়া সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং মন্দিরে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ভারতের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। কিন্তু একজন ধর্মীয় নেতা যখন এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তখন তার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি নিজেদের অভ্যন্তরীণ ইস্যু হিসেবে সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে আজ বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ