হোম > জাতীয়

ব্যাংকের ত্রুটিতে ৬৬২ জনের হজযাত্রায় শঙ্কা

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের গাফিলতিতে ৬৬২ জনের হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব হজযাত্রীর উড়োজাহাজ ভাড়ার ১৩ কোটি টাকা আটকে রেখেছে ব্যাংকটি। হজযাত্রীদের এই বিপুল পরিমাণ টাকা দ্রুত ছাড় করতে ধর্ম মন্ত্রণালয় ব্যাংকটিকে দুই দফায় চিঠিও দিয়েছে। কিন্তু গতকাল মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত টাকা ছাড় করেনি ব্যাংকটি। 

বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম গতকাল সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক কর্তৃপক্ষকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। তাঁরা কাল (বুধবার) থেকে টাকা ছাড় করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। দেখা যাক কাল কী করে! 

সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মঞ্জুরুল হকের সই করা দুটি চিঠি দুই দফায় প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখায় পাঠানো হয়। এতে বলা হয়, শিকদার এয়ার ট্রাভেলস ও মাজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল হজ কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত হিসাব নম্বরে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন বাবদ হাজিপ্রতি ২ লাখ ৫ হাজার টাকা করে ৬৮২ (৪২৮ ও ২৫৪) জনের টাকা জমা আছে। ওই টাকা থেকে হাজিপ্রতি ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা হিসাবে উড়োজাহাজের টিকিট বাবদ মোট ১৩ কোটি ২৭ লাখ টাকা লিড হজ এজেন্সি আল রিসান ট্রাভেল এজেন্সি ও নর্থ বেঙ্গল হজ ট্যুরের ব্যাংক হিসাবে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। কিন্তু ব্যাংক থেকে ২৬ মে পর্যন্ত ওই টাকা লিড হজ এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়নি। এতে ৬৮২ জন হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়েছে।

হাজিদের উড়োজাহাজের টিকিট বাবদ ১৩ কোটি ২৭ লাখ টাকা স্থানান্তর করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে। 

দুই দফা চিঠি দেওয়া সত্ত্বেও গতকাল পর্যন্ত টিকিটের টাকা ছাড় করেনি ব্যাংকটি। এ কারণে বিপাকে পড়েছেন ওই হজযাত্রীরা। টিকিট না হওয়ায় উদ্বেগে দিন কাটছে তাঁদের। 

ধর্ম মন্ত্রণালয় বলছে, ওই হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়লে এর দায় প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে। 
এ বছরের হজফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ ফ্লাইট আগামী ১২ জুন। 

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে ৬ দিন সময়

সস্তায় বিক্রি হচ্ছে শৈশব

সেকশন