হোম > জাতীয়

বন্যাদুর্গত এলাকায় মোবাইল পরিষেবা ব্যাহত, দ্রুত চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে বন্যাদুর্গত এলাকাগুলোতে মোবাইল ফোন-সেবা ব্যাহত হচ্ছে। আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে বিপর্যস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ, ইন্টারনেটসহ মোবাইল নেটওয়ার্ক সেবা দ্রুত সচল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বন্যাদুর্গত এলাকার ১৩ শতাংশ সাইট ডাউন আছে। কয়েকটি উপজেলায় অপটিক্যাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎ-বিচ্ছিন্ন আছে কয়েকটি জায়গায়। জেনারেটর ব্যবহার করা হচ্ছে। নেটওয়ার্ক একবারে বিচ্ছিন্ন হলে ১০টি ভিএসএটি প্রস্তুত আছে।

বন্যাদুর্গত এলাকাগুলোতে মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেওয়া আছে বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা।

এ দিকে বন্যাদুর্গত এলাকায় দ্রুত নেটওয়ার্ক সচল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, গত দুই দিন ধরে টানা বর্ষণ এবং অতি বন্যায় পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী ও কুমিল্লা জেলা প্লাবিত। শত শত গ্রামের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি আরও সমস্যা তৈরি করেছে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বিপর্যয়।

`গতকাল বুধবার অধিকাংশ বিটিএস বিকল হয়ে পড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও বলতে গেলে অচল। পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না আত্মীয়স্বজন। অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির প্রতিমন্ত্রীর প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বন্যাদুর্গত এলাকায় দ্রুত নেটওয়ার্ক চালু করা। 

সেই সঙ্গে বিদ্যুৎ-ব্যবস্থা সচল না করলে অনেকে মোবাইল ফোন চার্জ করতে পারছেন না। পাশাপাশি ব্যালেন্স না থাকায় অনেকে যোগাযোগ অব্যাহত রাখতেও পারবে না, তাই তাদের দ্রুত সময়ে নেটওয়ার্ক সচল করার পাশাপাশি আপৎকালীন ব্যালেন্স প্রদানের জন্য মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি।

নেতা-সন্ত্রাসীতে আঁতাত

ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

সেকশন