চার দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৭ মার্চ ঢাকা ত্যাগ করবেন তিনি। চার দিনের সফর শেষে আগামী ১২ মার্চ প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্র, বাণিজ্য, প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত যেতে পারেন।
এবারের সফরে বিনিয়োগ, বাণিজ্য, খাদ্য সহযোগিতা, অভিবাসী শ্রমিকসহ আরও বেশ কিছু বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হতে পারে। এ ছাড়া ৮ মার্চ নারী দিবসে সংযুক্ত আরব আমিরাত সরকার আয়োজিত একটি হাই-লেভেল প্যানেল আলোচনায় অংশ নেবেন শেখ হাসিনা।