বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত বছর আগস্টের শুরুতে অজ্ঞাতনামা আট জনের লাশ পায় ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সে সময়ই লাশগুলো অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়। বেওয়ারিশ লাশগুলোর পরিচয় শনাক্ত করতে সহযোগিতা চেয়েছে পুলিশ সদর দপ্তর।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এই তথ্য জানান।
ইনামুল হক সাগর আজকের পত্রিকাকে বলেন, গত বছর আগস্টের ১ থেকে ৩ তারিখের মধ্যে গুলিবিদ্ধ লাশগুলো তারা পায়। তিনদিনের মধ্যেই লাশগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হলেও পরিচয় জানা যায়নি।
ইনামুল হক সাগর আরও জানান, দাফন করা অজ্ঞাতনামা সে সব লাশের ছবি পুলিশ হেডকোয়ার্টার্সে সংরক্ষিত রয়েছে। তাঁদের শনাক্ত করার লক্ষ্যে কারও কাছে কোনো তথ্য থাকলে ০১৩২০০০১২২৩ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।