হোম > জাতীয়

সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাষানটেকে মো. ফজলু নিহতের ঘটনায় করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির মিরপুর অঞ্চলের এসআই মো. শফিকুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। পরে আনিসুল হককে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন শেষে বিজয় উল্লাসে রাজধানীর ভাষানটেক থানাধীন মিরপুর ১৪ নম্বর এলাকায় মো. ফজলু (৩১) অংশ নেন।

সন্ধ্যা ৭টার দিকে এজাহারনামীয় আসামিদের অতর্কিত আক্রমণ ও গুলিতে ফজলু গুরুতর জখম হন। এরপর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৬৪ জনের বিরুদ্ধে নিহতের ভাই সবুজ বাদী হয়ে মামলাটি করেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছর ১৩ আগস্ট রাতে সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে আটক করা হয়। পরে বিভিন্ন হত্যা মামলায় ও হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বিভিন্ন মামলায় তাঁকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে আলী ইমাম মজুমদার

এমবিবিএসে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা প্রসঙ্গে যা বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

‘গোল্ডেন হুইট’ রঙের পোশাকে মাঠে থাকবে আনসার

দুদকের ২ মামলার আসামি বাহার, একটিতে মেয়ে

আয়রন রঙের শার্ট, কালো প্যান্ট পরবে পুলিশ

কালো ছেড়ে ‘গ্রিন অলিভ’ পোশাকে র‍্যাব

৩০ অক্টোবরের পর দেশ ছেড়েছে ১৫ হাজার ৬১৮ অবৈধ বিদেশি

সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছোড়ার অনুমোদন পেল বিজিবি

পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে

সেকশন