হোম > জাতীয়

বাংলাদেশ থেকে আম ও আলু নিতে চায় ইরাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ থেকে আম ও আলুসহ বিভিন্ন মৌসুমি সবজি আমদানিতে আগ্রহ দেখিয়েছে ইরাক। সচিবালয়ে আজ বুধবার কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত আব্দুল সালাম সাদ্দাম মোহিসেন এই আগ্রহের কথা জানান।

বৈঠক শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইরাক বাংলাদেশের অন্যতম বন্ধু রাষ্ট্র। মুক্তিযুদ্ধের সময় তারা ছিল বাংলাদেশের অন্যতম স্বীকৃতিদানকারী। মাঝে যুদ্ধবিগ্রহের কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও এখন আবার ভালো হচ্ছে। এখন তেল রপ্তানি করে তারা মাসে আট বিলিয়ন ডলার আয় করে। সাম্প্রতিক সময়ে তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালোর দিকে।

আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ থেকে শাকসবজি-ফলমূল আমদানিতে ইরাকের আগ্রহ রয়েছে। তবে আমের মৌসুমে আম নিতে তারা বেশি আগ্রহী। পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের সুস্বাদু ফল নেওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। ইরাক বাংলাদেশ থেকে আলু আমদানি করতে চাচ্ছে। আলু রপ্তানি করতে আমাদের কোনো সমস্যা নেই। সবজি রপ্তানি প্রক্রিয়া শুরু করতে খুব স্বল্প সময়ে দুই দেশের মধ্যে সমঝোতা সই হবে।

কৃষি মন্ত্রণালয়ের অধীন পূর্বাচলে একটি অ্যাক্রেডিটেশন কৃষি ল্যাব স্থাপনে সহায়তা দেওয়ার আগ্রহ জানিয়েছে যুক্তরাষ্ট্র কৃষি সংস্থা (ইউএসডিএ)। কৃষিমন্ত্রী বলেন, পূর্বাচলে কৃষি মন্ত্রণালয়ের দুই একর জমি রয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের স্বীকৃত একটি কৃষি ল্যাব স্থাপন করা হবে। ইউএসডিএ সেখানে আর্থিক এবং কারিগরি সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া আম ও লিচুর মতো পচনশীল ফলমূল উৎপাদনকারী কৃষকদের সঙ্গে তারা সহযোগিতামূলক কাজ করার আগ্রহ দেখিয়েছে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা