Ajker Patrika
হোম > জাতীয়

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হলে পেশা ছাড়তে হবে: আইনজীবীদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হলে পেশা ছাড়তে হবে: আইনজীবীদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল 

হাইকোর্টের রায়ের আলোকে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে ১০ আইনজীবীর সমন্বয়ে কমিটি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। 

কমিটির সভাপতি হলেন জেসমিন সুলতানা। সদস্যদের মধ্যে রয়েছেন রমজান আলী সিকদার, রেহানা সুলতানা, ইমতিয়াজ ফারুক, আঞ্জুমান আরা রানু, হারুন-অর-রশিদ, নিঘাত সীমা, মাহবুবা আক্তার, শবনম মোস্তারী ও মাহমুদা আফরোজ মনি। 

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘কোনো আইনজীবীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হলে, তিনি এ পেশায় থাকতে পারবেন না। কোনো নীতিমালা না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়কে আইন হিসেবে মেনে চলতে হবে। এটি (রায়) মেনে চলা আমাদের জন্য আবশ্যক। সুপ্রিম কোর্টে এমন কোনো ঘটনা ঘটতে পারে বলে আমরা বিশ্বাস করি না।’ 

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এখনো পর্যন্ত এমন কোনো অভিযোগ পাইনি। ভবিষ্যতে কী হবে, জানি না। কমিটি দায়িত্ব নিয়েছে, তারা বিষয়টি দেখবে। আমি বিশ্বাস করি, এখানে আমরা সবাই বন্ধুর মতো কাজ করি। নিজের দায়িত্ব সম্পর্কে আমরা সবাই সচেতন। কোনো আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ আসলে, তাকে আর কেউ বিশ্বাস করবে না। তাকে হেয় হতে হবে। আইন পেশায় থাকাটা তার জন্য দুরূহ হয়ে যাবে।’ 
 
এ সময় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ্ মঞ্জুরুল হক, সাবেক সম্পাদক আব্দুন নূর দুলাল প্রমুখ।

সাবেক মন্ত্রী নারায়ণ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

উন্নয়ন ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা

নিয়োগের পথ খুলল প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষকের

সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা কেন অসাংবিধানিক নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাপ্রধান

একটি পলাতক দল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা

ছাপা বাকি ৩ কোটি পাঠ্যবই

সব বই নেই, ছুটির পড়া পড়বে কিসে