হোম > জাতীয়

অর্ধেক বাস চলার সিদ্ধান্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে আগামী বুধবার থেকে মোট সংখ্যার অর্ধেক বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন। 

মোট সংখ্যার অর্ধেক বাস চলাচলের অনুমতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘এটা আইনশৃঙ্খলা বাহিনী থেকে সাজেশন দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে ডিসি, এসপি পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে ঠিক করে দেব, অর্ধেক বাস একদিন চলবে, পরদিন বাকিগুলো।’ 

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় অর্ধেক বাস চলাচল নিয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। বিধিনিষেধ শিথিল করে বুধবার থেকে সব অফিস খুলে দেওয়া হচ্ছে। অফিস খুলে দিয়ে অর্ধেক বাস বন্ধ রাখলে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। 

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা মেইনলি আন্তজেলা বাসের জন্য বলেছে। বাইরে থেকে যাতে কম আসে। আমরা বিষয়টি স্থানীয় প্রশাসনের ওপর ছেড়ে দিয়েছি। সংশ্লিষ্ট জেলা প্রশাসক আইনশৃঙ্খলা বাহিনী, মালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে বসে এটা ঠিক করবেন। উনারা একটা পদ্ধতি বের করবেন।’ 

সিটি করপোরেশন এলাকায় সব বাস চলবে কিনা, এমন প্রশ্নে আনোয়ারুল বলেন, ‘না, বিষয়টি তেমন নয়। মেট্রোপলিটন পুলিশ, মালিক সমিতি, বিআরটিএ বসে সিটি সার্ভিসের বিষয়ে সিদ্ধান্ত দেবে।’

যদিও ঘোষিত প্রজ্ঞাপনে দূরপাল্লা ও মেট্রোসিটি উভয়ক্ষেত্রে মোট গণপরিবহনের অর্ধেক চলাচলের সিদ্ধান্তের কথা বলা হয়েছে। 

আনোয়ারুল বলেন, বিধিনিষেধ শিথিল করা হলেও বুধবার থেকে বিনোদনকেন্দ্র খুলে দেওয়া হয়নি। রিক্রিয়েশন সেন্টার বা এ ধরনের গ্যাদারিংয়ে পারমিশন দেওয়া হয় নাই।

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্ট-২: এবার এক দিনে গ্রেপ্তার ১৩৯৮ জন