হোম > জাতীয়

স্বাস্থ্যবিধি না মানাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার লাগাম টানতে জারি করা ১১ দফা বিধিনিষেধের নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার। কেউ স্বাস্থ্যবিধি না মানলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে চলমান করোনা পরিস্থিতি মোকাবিলারও পরামর্শ দিয়েছেন তিনি। 

আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে সরকারের ১১ দফা বিধিনিষেধ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। বিয়েশাদি, সামাজিক অনুষ্ঠান কিংবা জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান যাতে না হয়, সে জন্য ডিসিদের (জেলা প্রশাসক) বলা হয়েছে। 

মন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে যারা আসছে তাদের কোয়ারেন্টিন যেন যথাযথভাবে প্রতিপালিত হয় সেদিকে নজর রাখতে হবে। কোয়ারেন্টিন থেকে কেউ যাতে পালিয়ে না যায়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ 

জাহিদ মালেক বলেন, ‘দেশে দুই ডোজ মিলে এখন পর্যন্ত ১৫ কোটি টিকা দেওয়া হয়েছে, আরও ৯ কোটি হাতে আছে। আমাদের টার্গেট (লক্ষ্যমাত্রা) ১২ কোটি মানুষকে টিকা দেওয়া। সেটি আমরা করতে পারব। এ ছাড়া ৯০ ভাগ শিক্ষার্থীর টিকা দেওয়া শেষ হয়েছে।’ 

করোনার আগেও নিয়ন্ত্রণে ছিল, এখনো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। পরিস্থিতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি আছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। 

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা