হোম > জাতীয়

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, শ্রম সংস্কারের প্রতিশ্রুতি

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: এক্স

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার বলেছেন, দেশের উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে তাঁর সরকার গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার কার্যক্রম চালু করবে। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন অধ্যাপক ইউনূস।

অধ্যাপক ইউনূস বলেন, ‘শ্রম ইস্যুটি আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। আমরা সকল শ্রম সমস্যা সমাধান করতে চাই।’ বৈঠকে তাঁরা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শ্রম সংস্কারের বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন থেরেসা মে। বৈঠকে মানব পাচার ও অভিবাসন ইস্যুতেও আলোচনা করেন তাঁরা।

অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসন রোধে বাংলাদেশের আরও বেশি মানুষকে বৈধ পথে ইউরোপে অভিবাসনের জন্য আহ্বান জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, ‘এটি মানব পাচারের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে কাজ করবে।’

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অধ্যাপক ইউনূস একটি অ্যালবাম উপহার দেন। এর নাম ‘আর্ট অব ট্রায়াম্ফ’। বইটিতে জুলাই-আগস্টের বিপ্লবের সময় বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি ও ম্যুরালের ছবি স্থান পেয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আনামুল হক উপস্থিত ছিলেন।

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশত কোটি টাকা লুট