হোম > জাতীয়

প্রথম দিন আপিল আবেদন জমা পড়ছে কম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন আবেদন কম জমা পড়ছে।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় আপিল গ্রহণ, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই কয়েক দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার পর্যন্ত আপিল আবেদন করা যাবে। এরপর ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি হবে।

শুরুর দিন আপিল আবেদন জমা পড়ছে কম। অনেকেই আপিল করার নিয়মকানুন দেখে যাচ্ছেন। বেলা পৌনে ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে দুটি, ফরিদপুর অঞ্চলে তিন, চট্টগ্রাম অঞ্চলে দুই, ময়মনসিংহ অঞ্চলে চার, বরিশাল অঞ্চলে এক, খুলনা অঞ্চলে এক এবং রংপুর অঞ্চলে একটি আবেদন জমা পড়েছে। আর রাজশাহী, সিলেট ও কুমিল্লা অঞ্চলে কোনো আবেদন জমা পড়েনি।

সংগীতশিল্পী ডলি সায়ন্তনি নির্বাচন ভবনে এসেছেন। তিনি জানান, আপিল আবেদন করবেন। পাবনা-২ আসনে বিএনএমের প্রার্থী ডলি সায়ন্তনীর ক্রেডিট কার্ড-সংক্রান্ত খেলাপির কারণে মনোনয়নপত্র বাতিল হয়।

গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল। রাতে ইসি জানায়, ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। আর ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সারা দেশে মোট মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৭১৬টি। 

মনোনয়নপত্র বাতিলের কারণ প্রসঙ্গে ইসির যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান বলেন, অনেক কারণ আছে। তবে স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ স্বাক্ষরসংক্রান্ত জটিলতা রয়েছে; ঋণ-বিলখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ১ শতাংশ স্বাক্ষরসংক্রান্ত জটিলতায় বেশিসংখ্যক আবেদন বাতিল হয়েছে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা