হোম > জাতীয়

নির্বাচন জয়ের শুভেচ্ছায় শেখ হাসিনাকে চীনা নৌকা উপহার

‘সফলভাবে’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও নির্বাচনে আওয়ামী লীগ আবারও জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন। আজ সোমবার সকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানান। এ সময় তিনি শেখ হাসিনাকে একটি চীনা নৌকার রেপ্লিকা উপহার দেন।

চীনা দূতাবাস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে। বিজ্ঞপ্তি অনুসারে, আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ সময় তিনি শেখ হাসিনার হাতে চীনা ঐতিহ্যের একটি নৌকা তুলে দেন। চীনা দূতাবাসের ওয়েবসাইটে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নৌকা তুলে দিচ্ছেন এমন একটি ছবি প্রকাশ করেছে। 

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চীনের রাষ্ট্রদূত জানান, চীন ও বাংলাদেশ উভয় দেশই উন্নয়ন ও পুনরুজ্জীবনের এক গুরুত্বপূর্ণ ধাপে আছে এবং বাংলাদেশের আধুনিকায়নের পথে চীন সব সময়ই সবচেয়ে বিশ্বাসযোগ্য ও নির্ভরশীল বন্ধু হিসেবে পাশে থাকবে। 

তিনি আরও জানান, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চীন ও বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধাবোধ ও উইন-উইন সহযোগিতার এক নতুন মডেল স্থাপন করেছে। 

ইয়াও ওয়েন আরও বলেন, চীন সব সময়ই জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশকে সমর্থন করবে এবং বিদেশি হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করবে। চীন বাংলাদেশকে ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনে সহায়তা করবে। এ ছাড়া ‘রূপকল্প-২০৪১’ ও ‘সোনার বাংলার’ স্বপ্ন দ্রুত বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতেও প্রতিশ্রুতিবদ্ধ চীন।

গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

২২ কোটি টাকার অবৈধ সম্পদ: আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর