গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২২৯ জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে গতকাল ২ জনের মৃত্যু এবং ২১৪ জন রোগী শনাক্তের তথ্য জানানো হয়।
নতুন ২২৯ জনসহ এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট, র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৩৩টি সক্রিয় ল্যাবে ২০ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। যেখানে গতকাল ১৯ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১ দশমিক ০৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই নারী। এর মধ্যে দুজনই ঢাকা বিভাগে মারা গেছেন। আর একজন চট্টগ্রামে। আর দুজন মারা গেছেন সরকারি হাসপাতালে, বাকি একজন বেসরকারিতে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।