Ajker Patrika
হোম > জাতীয়

ডেঙ্গুতে এক দিনে আবারও রেকর্ড শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুতে এক দিনে আবারও রেকর্ড শনাক্ত

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দিনদিন বেড়েই চলেছে। জুলাই মাসের দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হয়েছে ৩০ আগস্টের মধ্যে। গত ২৪ ঘণ্টায় শনাক্তে নতুন রেকর্ড তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জুলাই মাসের শনাক্ত আগস্টের ৩০ দিনেই ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে। জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল এক হাজার ৫৭১ জন। আর আগস্টের ৩০ দিনে মোট রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ২৭০ জন। অর্থাৎ জুলাইয়ের চেয়ে আগস্টে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হয়েছে। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ছিল ৭৩৭ জন। আর এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২০ জনের। এদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ৩০ দিনে ১০ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৩৭ জন। এদের মধ্যে ঢাকায় ১৯৬ জন এবং বাইরে ৪১ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ২০১ জন রোগী। এদের মধ্যে ঢাকায় শনাক্ত ও ভর্তি হন ১৪৯ জন এবং বাইরে ছিল ৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭১২ জন। আগের দিন ছিল ৬৬৮ জন রোগী। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০১ জন এবং বাইরে ১১১ জন। আগের দিন ভর্তি ছিল ৫৫১ জন এবং বাইরে ১১৭ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৩০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯৩০। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ১৯৮ জন। ঢাকায় ভর্তি হয়েছেন চার হাজার ৮৮৮ জন এবং ছাড়পত্র নিয়েছেন চার হাজার ২৭৮ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৪২ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৯২০ জন। এ সময় মৃত্যু হয়েছে ২০ জনের।

সরকারি মাঠে খেলতে ৮ হাজার টাকা

সি চিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের রেশনে বড় কাটছাঁট, তীব্র খাদ্যসংকটের আশঙ্কা

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি