হোম > জাতীয়

সি চিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

চীনের প্রেসিডেন্টে সি চিনপিং ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৭ মার্চ সরকারি সফরে চীন যেতে পারেন। পরদিন ২৮ মার্চ দেশটির প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরের সম্ভাবনা আছে। তবে বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত করা হয়নি।

কূটনৈতিক একটি সূত্র জানায়, চীন দেশটির হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলনের আয়োজন করেছে। এ সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনের পাশে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে, এমন শর্তে বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে এ বৈঠকে অংশ নেওয়ার আগ্রহের কথা জানায়।

অন্য একটি কূটনৈতিক সূত্র জানায়, ঢাকায় চীনা দূতাবাস দেশটির প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রস্তুতির কথা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।

ট্রেনের টিকিট যেন অমাবস্যার চাঁদ

কানাডায় বাংলা নববর্ষ উদ্‌যাপন

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বসছে দেড় দশক পর

এলডিসি থেকে উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

মিয়ানমারে ত্রাণ হস্তান্তর শেষে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ

আরও সাত প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও আ.লীগ নেতাদের নাম বাদ

জুলাই অভ্যুত্থানে আহতদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আপ্লুত লন্ডনের সার্জনরা

গুলশানে টিউলিপের ‘ঘুষের ফ্ল্যাট’, দুদকের মামলা

২৫ জেলায় ২৪ ঘণ্টায় আম পৌঁছে দিচ্ছে ডাক বিভাগের ‘স্পিড পোস্ট’

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ