প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৭ মার্চ সরকারি সফরে চীন যেতে পারেন। পরদিন ২৮ মার্চ দেশটির প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরের সম্ভাবনা আছে। তবে বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত করা হয়নি।
কূটনৈতিক একটি সূত্র জানায়, চীন দেশটির হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলনের আয়োজন করেছে। এ সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনের পাশে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে, এমন শর্তে বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে এ বৈঠকে অংশ নেওয়ার আগ্রহের কথা জানায়।
অন্য একটি কূটনৈতিক সূত্র জানায়, ঢাকায় চীনা দূতাবাস দেশটির প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রস্তুতির কথা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।