হোম > জাতীয়

গণমাধ্যমকর্মীদের হয়রানিমূলক মামলার তথ্য সংগ্রহ করা হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে কোনো মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হলে তার তথ্য চেয়েছে পর্যবেক্ষক কমিটি। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানানো হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়। 

মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবির আজকের পত্রিকাকে বলেন, কমিটির আহ্বায়ক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রচার মো. আলতাব উল আলমের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা সিদ্ধান্ত দেন, যেসব গণমাধ্যমকর্মী হয়রানি ও মামলার শিকার হয়েছেন, তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। এ ব্যাপারে একটি গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। 

গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ করবে এবং পর্যায়ক্রমে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করবে। 

কমিটিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) প্রধান করা হয়। বাকি সদস্যরা হলেন প্রধান তথ্য কর্মকর্তা, আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (জেলা জজ পদমর্যাদার), চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস)।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ

জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেওয়ার প্রস্তাব করেনি: প্রধান বিচারপতি