হোম > জাতীয়

বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতমুখী, দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল সম্পর্ক চায় ভারত। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনে এক অনুষ্ঠানে এ কথা জানান দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।

তিনি বলেন, পরস্পরের স্পর্শকাতরতা ও উদ্বেগের দিকগুলো বিবেচনায় রেখে দুই দেশের জন্যই সম্মানজনক হয়, এমনভাবে সম্পর্ক বজায় রাখা সম্ভব।

ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগষ্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তৈরি হওয়া পরিস্থিতির উল্লেখ করে হাইকমিশনার বলেন, পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে জনগণের স্বার্থে গড়ে ওঠা দ্বিপক্ষীয় সম্পর্ক যেকোনো চড়াই-উৎরাই পেরুনোর জন্য যথেষ্ট শক্তিশালী।

৫ আগস্টের পর ‘নতুন বাংলাদেশ’ তৈরি হওয়া ও ভারতের সঙ্গে সম্পর্কের সবকিছু থেমে গেছে—কিছু মানুষের মধ্যে তৈরি হওয়া এমন ধারণার প্রতি ইঙ্গিত করে প্রণয় ভার্মা বলেন, গত ছয় মাসে দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে। ভারতের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির চুক্তি হয়েছে।

তিনি আরো বলেন, ভারতীয় হাইকমিশন বাংলাদেশের নাগরিকদের জন্য যত ভিসা ইস্যু করেছে, তা ঢাকায় অন্য সব বিদেশি দূতাবাসের দেওয়া ভিসার চেয়ে বেশি।

‘মুজিববর্ষ’ ও ‘ম্যুরাল’ নির্মাণে রাষ্ট্রের চার হাজার কোটি টাকা ব্যয়ের অনুসন্ধানে দুদক

রাজউকের সাবেক চেয়ার‍ম্যান সিদ্দিকুরের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

আরও বাংলাদেশি কর্মী নিতে সৌদি রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

সব মাদ্রাসায় বাংলা নববর্ষ উদ্‌যাপনের নির্দেশ

‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে বিমসটেক অঞ্চলে কাজ করার সুযোগ রয়েছে’

রাজস্বের লক্ষ্যমাত্রা: আইএমএফের শর্ত ৫৭ হাজার কোটি টাকা, এনবিআরের সক্ষমতা ৮ হাজার

প্রথমবারের মতো নববর্ষ উদ্‌যাপনে যুক্ত হচ্ছে ব্যান্ড মিউজিক

এসএসসি পরীক্ষা ঘিরে যে নির্দেশনা দিল ডিএমপি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুল রহমান