এবারের ঈদযাত্রায় সড়কপথে যাত্রীদের বাড়তি চাপ দেখা যাচ্ছে না। বাস টার্মিনালগুলোতেও নেই উপচে পড়া ভিড়। যাঁরা অগ্রিম টিকিট কেটেছেন, তাঁদের বেশির ভাগই কাউন্টারে এসে সঠিক সময়ে বাস পাচ্ছেন। কেউ কেউ কাউন্টারে এসেও তাৎক্ষণিক টিকিট কেটে রওনা দিতে পারছেন গন্তব্যে।
সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মহাখালী বাস কাউন্টারগুলো ঘুরে যাত্রীদের বাড়তি উপস্থিতি দেখা যায়নি। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করেননি কোনো যাত্রী। সঠিক সময়েই ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ের বাসগুলো।
উত্তরবঙ্গের রুটে চলাচল করা এসআর পরিবহনের আতিকুল ইসলাম নামের এক কর্মকর্তা বলেন, ‘এবার যাত্রীর চাপ নেই। সড়কের পরিস্থিতিও বেশ ভালো। এখন পর্যন্ত বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি কোথাও।’
তিনি দাবি করেন, বেশ কয়েক দিন ধরেই লোকজন বাড়ি যাচ্ছে, বেশির ভাগই চলে গেছে। ধাপে ধাপে যাওয়ার কারণে প্রতি বছরের মতো এক-দুই দিনে মূল চাপটা পড়েনি। তাই যাত্রায় স্বস্তি মিলছে।
এই রুটে নাবিল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘ছেলেমেয়েো স্ত্রীকে আগেই পাঠিয়ে দিয়েছি। আজ আমি যাচ্ছি। গুগলে দেখলাম মহাসড়কে কোনো জ্যাম নেই। গাড়িও যথাসময়ে চলে এসেছে। বাকিটা দেখা যাক যাত্রা কেমন হয়।’