Ajker Patrika
হোম > জাতীয়

যুক্তরাজ্যে আশ্রয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন হাসিনা 

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে আশ্রয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন হাসিনা 

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গতকাল সোমবার দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এখন পর্যন্ত ভারতে থাকলেও তিনি কোথায় যাবেন বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে ভারত সরকারের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছেন, দেশটির সরকার হাসিনাকে অন্তর্বর্তী আশ্রয়ের বিষয়টি নিশ্চিত করেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে, ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে অন্তর্বর্তীকালীন আশ্রয় দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সান জানিয়েছে, এই সময়ের মধ্যে শেখ হাসিনা যাতে যুক্তরাজ্যে আশ্রয় পান, তা নিশ্চিত করতে তাঁকে যাবতীয় সহযোগিতা দেবে ভারত। 

ডেইলি সানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি হবে সাময়িক, যতক্ষণ না তিনি যুক্তরাজ্যে চলে যেতে পারছেন তার আগ পর্যন্ত। এই শর্তেই তাঁকে ভারতে অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে ছোট বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় এবং তাঁর পরিবারের অন্য সদস্যরাও দেশটিতে থাকায় সেখানেই যেতে চান হাসিনা। 

বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের এমপি। তিনি বর্তমানে ক্ষমতাসীন লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন কিছুদিন আগেই। 

এদিকে ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে, নয়াদিল্লি ঢাকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

রাজধানীতে ছিঁচকে চোর বেড়েছে, তা থেকেই মবের ঘটনা ঘটছে: স্বরাষ্ট্রসচিব

সাবেক মন্ত্রী নারায়ণ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

উন্নয়ন ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা

নিয়োগের পথ খুলল প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষকের

সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা কেন অসাংবিধানিক নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাপ্রধান

একটি পলাতক দল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা

ছাপা বাকি ৩ কোটি পাঠ্যবই