অনলাইন ডেস্ক
আখতার আহমেদকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
এতে বলা হয়, আখতার আহমেদকে অন্যান্য কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছর মেয়াদে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
এর আগে মঙ্গলবার ইসি সচিব শফিউল আজিমকে ওএসডি করা হয়।