Ajker Patrika
হোম > জাতীয়

নাশকতার গোয়েন্দা তথ্য ছিল, স্থান নিশ্চিত ছিল না: ট্রেনে আগুন প্রসঙ্গে র‍্যাবের ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার গোয়েন্দা তথ্য ছিল, স্থান নিশ্চিত ছিল না: ট্রেনে আগুন প্রসঙ্গে র‍্যাবের ডিজি

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন প্রসঙ্গে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, তাঁদের কাছে এ ধরনের নাশকতার গোয়েন্দা তথ্য আগেই ছিল। তবে কোথায় ঘটানো হবে সে সম্পর্ক সুনির্দিষ্ট তথ্য তাঁদের কাছে ছিল না। 

ভোটকেন্দ্রে র‍্যাবের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে মিরপুর-২ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন র‍্যাব মহাপরিচালক। 

গোপীবাগে ট্রেনে অগ্নিসংযোগের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে খুরশীদ হোসেন বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, এ ধরনের নাশকতা হতে পারে। কিন্তু কোথায় নাশকতা ঘটানো হবে, তা নিশ্চিত করে জানা কঠিন ছিল।’ 

গতকাল ট্রেনে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। আজ শনিবার থেকে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন কি না, এ প্রশ্নে র‍্যাব মহাপরিচালক আরও বলেন, ‘নাশকতার জন্য বিএনপি-জামায়াত ভোট বর্জন করলেও মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন। সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। গতকাল রাতে ট্রেনে কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনই মন্তব্য করা যাবে না। এ বিষয়ে তদন্ত ও অনুসন্ধান চলছে।’ 

তিনি জানান, গতকাল শুক্রবার তিনজনকে আটক করেছে র‍্যাব। তাঁদের কাছে পেট্রলবোমা পাওয়া গেছে ২৮টি, ককটেল পাওয়া গেছে ৩০টি। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। 

গত শুক্রবার রাত ৯টার দিকে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে যাওয়া মরদেহ চেনার উপায় নেই। তাই ডিএনএ পরীক্ষার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

বাংলাদেশ রেলওয়ে ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যশোরের বেনাপোল থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। সায়েদাবাদ এলাকা অতিক্রম করার সময় ওই ট্রেনে আগুন দেওয়া হয়। ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছার কিছুক্ষণ আগে গোপীবাগ এলাকায় থামানো হয়। আগুনে ট্রেনটির তিনটি কোচ পুড়ে গেছে। 

ট্রেনে আগুন লেগে দগ্ধ আট রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁদের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে। তাই কেউ এখনো ঝুঁকিমুক্ত নন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

জুলাইয়ে শান্তিমিশন নিয়ে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের ফলকার তুর্ক

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

গ্রামীণ ব্যাংকে কমছে সরকারের কর্তৃত্ব

স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করলেন বদরুদ্দীন উমর

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি পদক পেলেন সেনাপ্রধান

ভ্রমণ কর জালিয়াতি, বেনাপোল বন্দরে আটক ৬ ভারতীয়

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন হচ্ছে: শ্রম উপদেষ্টা

এবার স্বাধীনতা পদক পাচ্ছেন যারা

এনআইডির তথ্য ফাঁসের মামলায় সাবেক সচিব জিয়াউল ২ দিনের রিমান্ডে

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু