সচিবালয়ে প্রবেশের জন্য আগামীকাল সোমবার থেকে অস্থায়ী পাস পাবেন সাংবাদিকেরা। এ ক্ষেত্রে ২০০ জন সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আজাদ মজুমদার বলেন, ‘কাল (সোমবার) থেকে সচিবালয়ে ২শ সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে। এর মধ্যে ১৬০ জন সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠনের সদস্য। বাকি ৪০ জন টেলিভিশনের ক্যামেরাপারসন।’
এদিকে, আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতারা। বৈঠকে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসআরএফ—এর সাধারণ সম্পাদক মাসউদুল হক দাবি জানান, বিএসআরএফ সদস্যসহ সচিবালয় বিটে নিয়মিত কর্মরত সাংবাদিকেরা যেন আগের মতো সচিবালয়ে প্রবেশ করতে পারেন। এ দাবির প্রেক্ষিতে উপদেষ্টা জানান, বিএসআরএফের সদস্যসহ সচিবালয় বিটে নিয়মিত কর্মরত সাংবাদিকেরা অস্থায়ী পাসের মাধ্যমে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।
উপদেষ্টা আরও জানান, সাংবাদিকদের জন্য নতুন করে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করবে সরকার। এ উদ্যোগ বাস্তবায়ন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তর। এ ছাড়া এই কার্ড ডিজিটাল করার পরিকল্পনা আছে সরকারের।
সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন—বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, উবায়দুল্লাহ বাদল, মিজানুর রহমান চৌধুরী, মাহমুদ আকাশ, মো. রাকিব হাসান, মহসীনুল করিম লেবু, আয়নাল হোসেন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন—সংগঠনের সদস্য এমএ নোমান, আমিরুল ইসলাম, শাহনাজ বিশ্বাস ইয়াসমিন, মো. আরীফ হোসেন, মো. শামছুল ইসলাম, হাসিফ মাহমুদ শাহ এবং ইসমাইল হোসাইন রাসেল। বিএসআরএফ—এর সদস্য্যদের তালিকা এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী আপাতত গেটে অস্থায়ী পাস দেওয়া থাকবে পরবর্তীতে ১৫ দিনের জন্য।
এর আগে, আজ রোববার তথ্য অধিদপ্তর থেকে সংবাদমাধ্যমে পাঠানো তথ্যবিবরণীতে ঘোষণা দেওয়া হয় খুব শিগগিরই নতুন করে স্থায়ী/অস্থায়ী অ্যাক্রেডিটেশন কার্ড/পাস ইস্যু করা হবে। তথ্য বিবরণীতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে বারণ করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অ্যাক্রেডিটেশন কার্ড পুনর্মূল্যায়ন করা হচ্ছে, খুব শিগগিরই নতুন করে স্থায়ী/অস্থায়ী অ্যাক্রেডিটেশন কার্ড/পাস ইস্যু করা হবে। আগামীকাল সোমবার থেকে সাংবাদিকেরা অস্থায়ী পাস পাবেন।
এদিকে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী পাস সরবরাহে একজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে দায়িত্ব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১-এর একটি অফিস আদেশে জানানো হয়, অস্থায়ী পাসের আবেদন গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের-ডিএমপি আবদুল গণি রোডে ক্রাইম ও কন্ট্রোল সেন্টারে বিশেষ ‘অস্থায়ী প্রবেশ পাস-সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে। এ জন্য জননিরাপত্তা বিভাগের প্রশাসন-৩-এর সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈকে নিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত গভীর রাতের আগুনে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের একটি ভবনের চারটি ফ্লোর পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। ৭ নম্বর ভবনের এসব ফ্লোরে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের আংশিক কার্যালয় এবং একটি বিভাগের পুরো কার্যালয়ের অবকাঠামোর সঙ্গে সব নথিপত্রও পুড়ে গেছে।