হোম > জাতীয়

দেশে বিদেশি কর্মী কত, জানতে চাইলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে বিদেশি কর্মী কত, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে যেসব বিদেশি কর্মী কাজ করছেন, তাঁরা কোন পথে বাংলাদেশ থেকে টাকা নিয়ে যান—তা তদন্ত করে প্রতিবেদন দিতেও নির্দেশ দিয়েছেন আদালত। 

এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

ব্যারিস্টার সারোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, কত বিদেশি কর্মী বাংলাদেশে আছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

এর আগে গত বছর ১৯ নভেম্বর আইনি নোটিশ দেন ঢাকার বাসিন্দা মোয়াহতাসিম ইসলাম, নওশিন নাওয়ার নূরজাহান, মুমতাহিনা আলম ও মাইশা মুনাওয়ারা। তাঁদের মধ্যে দুজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে চাকরিপ্রত্যাশী বলে জানান রিটকারী আইনজীবী। তবে নোটিশে সাড়া না পেয়ে গত ২০ মে হাইকোর্টে রিট করেন তাঁরা। 

রিটে অর্থসচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত মহাপরিদর্শককে বিবাদী করা হয়।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ