বিশেষ প্রতিনিধি, ঢাকা
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের গত ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় গত ১৫ জানুয়ারি পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়। এরপরেও কাজ শেষ না হওয়ায় এই কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হলো।
এর আগে গত ১৫ জানুয়ারি প্রায় ১৫০টি সুপারিশসহ একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে এদিন তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ছাড়াও প্রতিবেদন পেশ করেছে সংবিধান, পুলিশ ও দুদক সংস্কার কমিশন।