হোম > জাতীয়

গণতন্ত্র-মানবাধিকার বিষয়ে উদ্বেগ নিয়ে সরকারের সঙ্গে কাজ করবে ইইউ: রাষ্ট্রদূত 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র, নির্বাচন, শ্রমমান ও মানবাধিকার বিষয়ে উদ্বেগ নিয়ে সরকারের সঙ্গে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কী করে সঠিক পথে রাখা যায়, সেই প্রচেষ্টাও চলতে থাকবে।

আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। 

সরকারের বর্তমান মেয়াদে ইইউর সঙ্গে সম্পর্কের ধরনে পরিবর্তন আসতে পারে—এমন আভাস দেন চার্লস হোয়াইটলি। 

বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক আগে ছিল উন্নয়ন সহযোগিতার—এমনটা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতে এই সম্পর্ক চালিত হবে অংশীদারত্ব ও পারস্পরিক সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।

প্রধানত রাজনৈতিক ধাঁচের এই সম্পর্কে নিজেদের পররাষ্ট্রনীতি, দুই পক্ষ কীভাবে অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলোয় প্রভাব বজায় রাখতে পারে, এমন বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে বলে জানান রাষ্ট্রদূত।

দুই পক্ষ শিগগির ‘অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি’ নিয়ে আলোচনা শুরু করবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।

এর অর্থ কি এই যে ইইউ নির্বাচন নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছিল, তা থেকে সরে যাচ্ছে—এমন প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, ‘বিষয়টি এমন নয়। আগামী বছরগুলোয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যাতে সঠিক পথে রাখা যায়, তা নিশ্চিত করার জন্য ইইউ কাজ করছে।’ 

নির্বাচনের সময় ইইউর যে বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে ছিল, তারা এখনো ঢাকায় কাজ করছে—এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এই দলের প্রতিবেদনটি প্রকাশ করা হবে। প্রতিবেদনে যে সুপারিশ আসবে, তা নিয়ে ইইউ কাজ করবে। যেখানে প্রয়োজন সম্পৃক্ত হবে।’

গ্লোবাল গেটওয়েতে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতাকে ইইউ একটি পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে তৈরি করতে চায়। 

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ পরে সাংবাদিকদের বলেন, মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে পূর্ণ নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে নেওয়াই সমস্যার একমাত্র সমাধান।

এ ক্ষেত্রে ইইউ ও সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সহযোগিতা বাড়াতে তাগিদ দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে ৬ দিন সময়

সস্তায় বিক্রি হচ্ছে শৈশব

হজযাত্রীদের সঙ্গে চুক্তি করছে না এজেন্সিগুলো

বেশি দামে কেনা নেপালের বিদ্যুতেও ভারতনির্ভরতা

সেকশন