হোম > জাতীয়

জনপ্রশাসন-পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ-বদলির পরামর্শ দিতে ৩ কমিটি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ২০: ০৪

জনপ্রশাসন, পুলিশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা-সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে উচ্চ পর্যায়ের তিনটি কমিটি করেছে সরকার। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ তিনটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ যুগ্ম সচিব ও এর ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা-সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে জনপ্রশাসন বিষয়ক কমিটি করা হয়েছে।

পুলিশের সহযোগী বাহিনীতে এসপি, ডিআইজি ও এর ওপরের স্তরে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আইনশৃঙ্খলা-বিষয়ক কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও সমপর্যায়ের অন্যান্য এবং এর ওপরের পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা-সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের নেতৃত্বে পররাষ্ট্রবিষয়ক কমিটি করা হয়েছে।

জনপ্রশাসন বিষয়ক ছয় সদস্যের কমিটিতে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন সচিবকে সদস্য হিসেবে রাখা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এই কমিটির সদস্যসচিব। জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

আইনশৃঙ্খলা-বিষয়ক সাত সদস্যের কমিটিতে সদস্য হিসেবে আছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্রসচিব এবং পুলিশ মহাপরিদর্শক। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই কমিটির সদস্যসচিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

অন্যদিকে পররাষ্ট্র-বিষয়ক কমিটিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে সভাপতি করে গঠিত কমিটিতে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্রসচিবকে সদস্য করা হয়েছে। কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা মো. মাহফুজ আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনটি কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তথ্য চাইতে পারবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাসউদ ও সমন্বয়ক রাসেলকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ

বিনা দোষে জেল খাটার চেয়ে মরে যাওয়া ভালো: আইনজীবীকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর চিঠি

ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ

ডিজিটাল নিরাপত্তা আইনের ভুক্তভোগীদের কাছে রাষ্ট্রের ক্ষমা চাওয়া উচিত: কামাল আহমেদ