হোম > জাতীয়

বাংলাদেশ শিগগিরই ব্রিকস জোটের সদস্য হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী 

বাসস

বাংলাদেশ শিগগিরই অর্থনৈতিক জোট ব্রিকস-এর সদস্য পদ পেতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন।

সুইজারল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোটের সদস্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাপোশার সঙ্গে সাক্ষাতের সময় সদস্যপদের বিষয়টি তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, শিগগিরই বাংলাদেশের ব্রিকসের সদস্যপদ পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ব্রিকস ব্যাংক সম্প্রতি বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। ভবিষ্যতে ব্রিকসে যোগ দেওয়ার আমন্ত্রণও পাবে বাংলাদেশ।

মোমেন জানান, আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন।

ব্রিকসের বর্তমান সদস্য ব্রাজিল, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়া। আরো আটটি দেশকে সদস্য পদের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের জন্য অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে এটি। এটা আমাদের জন্যে ভালো হবে, যেহেতু আমাদের টাকা প্রয়োজন।’
 
তিনি বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশে একটি মিশন খুলতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

এর আগে মাল্টার প্রেসিডেন্ট ড. জর্জ ভেল্লা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। শেখ হাসিনা তাকেও ঢাকায় মিশন খোলার অনুরোধ করেন। এছাড়া তিনি তৈরি পোশাক পণ্য ও ঔষধ আমদানি করতে মাল্টার প্রতি অনুরোধ জানান। 

এরপর আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউনবো একই জায়গায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। 

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহসান ই-এলাহী এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল সেখানে ছিলেন।

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা