হোম > জাতীয়

ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ থেকে ভূমধ্যসাগরের বিভিন্ন পথ দিয়ে অবৈধভাবে গত বছরের তুলনায় চলতি ২০২২ সালে বেশি মানুষ ইউরোপে প্রবেশ করেছেন।

ইউরোপীয় সীমান্ত ও উপকূল প্রহরা সংস্থা ফ্রন্টেস্ক চলতি বছরের প্রথম আট মাসে ভূমধ্যসাগর অঞ্চলের পাঁচটি রুটে বাংলাদেশিদের ১০ হাজার ৩৭৬ বার ইউরোপে অনুপ্রবেশের ঘটনা শনাক্ত করেছে। গত বছরের একই সময়ে বাংলাদেশের নাগরিকদের ইউরোপে অনুপ্রবেশের ৮ হাজার ৫২৩টি ঘটনা শনাক্ত করেছিল সংস্থাটি। 

ফ্রন্টেস্কের তথ্য অনুযায়ী, অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় বাংলাদেশের মানুষের বেশির ভাগ মধ্য ভূমধ্যসাগর রুট ব্যবহার করেছে। চলতি ২০২২ সালের নভেম্বর পর্যন্ত এই রুটে বাংলাদেশ, মিসর, তিউনিসিয়া ও সিরিয়াসহ বিভিন্ন দেশের মানুষের ইউরোপে প্রবেশের ৯৩ হাজার ৮০৫টি ঘটনা শনাক্ত করা গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৯ শতাংশ বেশি। 

বিষয়টি গত নভেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপেও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তুলেছেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। 

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে চলতি ২০২২ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ২০ হাজার ৭০০ নাগরিক বেআইনিভাবে ইউরোপে প্রবেশ করেছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজকের পত্রিকাকে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে বেআইনিভাবে অবস্থান করা নাগরিকদের ফেরাতে জোটটির সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক আছে। এর আওতায় নিয়মিত অবৈধ অভিবাসীদের দেশে ফেরানো হচ্ছে।

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশত কোটি টাকা লুট