Ajker Patrika
হোম > জাতীয়

নতুন জননিরাপত্তাসচিব মোকাব্বির হোসেন, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন জননিরাপত্তাসচিব মোকাব্বির হোসেন, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে নতুন সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান কৃষি মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।

এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আব্দুর রহমান বিসিএস ১৩তম ব্যাচের কর ক্যাডার। ১৯৯৪ সালের ২৫ এপ্রিল ক্যাডার সার্ভিসে যোগ দেওয়ার পর কর প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেন তিনি। আব্দুর রহমান কর ক্যাডার হিসেবে যুগ্ম কমিশনার, বিসিএস কর একাডেমির পরিচালক ও এনবিআরের প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে আব্দুর রহমানের। একজন পেশাদার অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আব্দুর রহমানের সমৃদ্ধ কর্মজীবন রয়েছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে অবসরে পাঠিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এক ছাতায় সব নাগরিক সেবা

অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল

নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন: উপদেষ্টা রিজওয়ানা

জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে যাচ্ছেন দুই উপদেষ্টা

গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার