করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ১৯৭ জনের শরীরে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৪৩৭।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ৮৮৫টি চলমান পরীক্ষাগারে ৩ হাজার ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৪৩৯টি। এ সময় সারা দেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৪৩৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২২ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৬ ভাগ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ ভাগ।