হোম > জাতীয়

সংঘর্ষে জড়ানো আনসার সদস্যদের বিরুদ্ধে ৩ মামলা, নেওয়া হচ্ছে আদালতে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা তিন মামলায় গ্রেপ্তারকৃত ১০৯ জন আনসার সদস্যকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

আজ সোমবার বেলা ১টা পর্যন্ত শাহবাগ, রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় ১০৯ জন আনসার সদস্যকে হাজির করা হয়।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা সূত্রে জানা গেছে, তাঁদের হাজতখানায় রাখা হয়েছে। বিকেলে শুনানি হবে। হাজতখানায় কর্মরত একজন পুলিশ সদস্য জানান, গ্রেপ্তারকৃতদের সংখ্যা আরও বাড়তে পারে।

গতকাল সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া সত্ত্বেও সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। একপর্যায়ে তাঁরা ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত পর্যন্ত ছাত্র, জনতা ও পুলিশ সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জনের বেশি চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনসার সদস্যরা তাঁদের দাবি পূরণের আশ্বাস পেয়েও সচিবালয় অবরোধ করে রেখেছেন জানতে পেরে এক হাজারেরও বেশি শিক্ষার্থী সচিবালয় এলাকায় উপস্থিত হলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

তিন মামলার প্রত্যেকটিতেই সরকারি কর্মচারীদের কর্তব্য কাজে বাধা, ছাত্র–জনতাকে মারধর ও হত্যাচেষ্টা অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশত কোটি টাকা লুট