Ajker Patrika
হোম > জাতীয়

‘ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে’

রেলের রানিং স্টাফদের কর্মবিরতির পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। আজ বুধবার দুপুরে তিনি এ কথা জানান।

মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১২টা ৪৫ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সকালের কোনো ট্রেন ছেড়ে যায়নি।’ 

এদিকে বেতন-ভাতার (মাইলেজ) দাবিতে কর্মবিরতি করা শ্রমিকদের নিজ নিজ কাজে যোগদানের অনুরোধ জানিয়েছেন রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান। তিনি বলেন, ‘রেলমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সব কর্মচারীকে এখন থেকেই নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি।’ 

এর আগে বুধবার সকাল থেকেই সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলের রানিং স্টাফরা বেতন-ভাতার (মাইলেজ) দাবিতে এই কর্মবিরতি শুরু করেন। 

এরপর দুপুরে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন কমলাপুরে রানিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে রেলপথমন্ত্রী সাংবাদিকদের জানান, রানিং স্টাফদের বেতন-ভাতা বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হবে। 

রেলপথমন্ত্রী বলেন, ‘মাইলেজের বিষয়টি নিয়ে আমি অর্থ মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায়ে কথা বলেছি। যে বিজ্ঞপ্তির কারণে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই বিজ্ঞপ্তি বাতিল করা হবে। আমরা রেলের রানিং স্টাফদের আন্দোলনের পক্ষে আছি। আগামী ১৯ তারিখ প্রধানমন্ত্রী আমাদের সময় দিয়েছেন। আমি এবং রেল মন্ত্রণালয়ের সচিব সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আমরা আশা করছি, আগামী ১৯ তারিখের মধ্যে মাইলেজ সুবিধাসহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। আগে যে সুযোগ-সুবিধাগুলো শ্রমিকেরা পেত, সেগুলো পুনরায় তাঁরা ফেরত পাবেন।’ 

মন্ত্রী শ্রমিকদের অনুরোধ করে বলেন, ঈদের আগে যাত্রীদের যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হতে হয়, বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। তা ছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে আজ যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার জন্য রানিং স্টাফদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না। পূর্বেও রেলকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। তখন রেলকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এখনো রেলকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সেই সব ষড়যন্ত্রে রানিং স্টাফরা পা দেবেন না। 

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের রেশনে বড় কাটছাঁট, তীব্র খাদ্যসংকটের আশঙ্কা

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকায়, সম্পর্ক জোরালো করতে চায়

অতিরিক্ত আইজিপিসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

মানবতাবিরোধী অপরাধের জন্য হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: প্রধান উপদেষ্টা