হোম > জাতীয়

বঞ্চিত অন্য ক্যাডারের কর্মকর্তাদেরও আবেদনের পরামর্শ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসন ক্যাডার বাদে অবসরে যাওয়া বঞ্চিত অন্য ক্যাডারের কর্মকর্তাদেরও বঞ্চনা নিরসন কমিটিতে আবেদনের পরামর্শ দিয়েছে সরকার। বঞ্চিত কর্মকর্তাদের আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী আবেদন করার পরামর্শ দিয়ে আজ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনার শিকার এবং উল্লিখিত সময়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ দিতে গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উল্লিখিত সময়কালে বিসিএস প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের তৃতীয় গ্রেড এবং তদূর্ধ্ব পদে (যে সব পদোন্নতির ক্ষেত্রে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশ প্রযোজ্য) কর্মরত থেকে অবসরে যাওয়া যে সকল বঞ্চিত কর্মকর্তা এ কমিটির মাধ্যমে প্রতিকার পেতে চান তাদের প্রত্যেকের বঞ্চনার ধরন ও কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় ও বিভাগের কাছে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হলো।

আওয়ামী লীগ আমলে বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে সাবেক অর্থসচিব ও বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে গত ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের কমিটি গঠন করে সরকার।

এই কমিটি গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে তাদের সুপারিশ জমা দিয়েছেন। বঞ্চিত ৭৬৪ জনকে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির সুপারিশ করেছেন তারা।

প্রশাসন গোছাচ্ছে সরকার

‘মুজিববর্ষ’ ও ‘ম্যুরাল’ নির্মাণে রাষ্ট্রের চার হাজার কোটি টাকা ব্যয়ের অনুসন্ধানে দুদক

রাজউকের সাবেক চেয়ার‍ম্যান সিদ্দিকুরের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

আরও বাংলাদেশি কর্মী নিতে সৌদি রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

সব মাদ্রাসায় বাংলা নববর্ষ উদ্‌যাপনের নির্দেশ

‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে বিমসটেক অঞ্চলে কাজ করার সুযোগ রয়েছে’

রাজস্বের লক্ষ্যমাত্রা: আইএমএফের শর্ত ৫৭ হাজার কোটি টাকা, এনবিআরের সক্ষমতা ৮ হাজার

প্রথমবারের মতো নববর্ষ উদ্‌যাপনে যুক্ত হচ্ছে ব্যান্ড মিউজিক

এসএসসি পরীক্ষা ঘিরে যে নির্দেশনা দিল ডিএমপি