হোম > জাতীয়

সাঁজোয়া কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আইএসপিআর

বগুড়া সেনানিবাসে অবস্থিত আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে (এসিসিএন্ডএস) সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি ২০২৫) এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাবাহিনী প্রধান এসিসিএন্ডএসে পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট, সাঁজোয়া কোর; জিওসি ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া এবং কমান্ড্যান্ট এসিসিএন্ডএস অভ্যর্থনা জানান।

সেনাপ্রধান সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের অধিনায়ক এবং কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সাঁজোয়া কোরের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি কোরের ঐতিহ্য এবং দেশের সেবায় সাঁজোয়া কোরের অবদানকে স্মরণ করে বলেন, ‘সাঁজোয়া কোরের প্রত্যেক সদস্য ভবিষ্যতে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।’

এরপর সেনাপ্রধান এসিসিএন্ডএস প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং অধিনায়কদের সঙ্গে একটি গ্রুপ ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মার্ড ব্রিগেডের কমান্ডার, সাঁজোয়া ইউনিটসমূহের অধিনায়ক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও গতকাল (১৯ জানুয়ারি ২০২৫) সাঁজোয়া কোরের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা। বগুড়া সেনানিবাসের শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সামরিক ঐতিহ্য অনুযায়ী নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে গার্ড অব অনার প্রদান করা হয়।

নথিতে কাজ সমাপ্ত, প্রতিবেদন জমা না দেওয়ায় শোকজ

মেনিনজাইটিসের টিকা নিতে হবে সৌদি যেতে

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

অস্ত্র মামলায় সাজা থেকে গিয়াস আল মামুনকে খালাস দিলেন হাইকোর্ট

ছয় বছরের শিশু ও গর্ভবতী নারীও গুমের শিকার হয়: কমিশনের প্রতিবেদন

জুলাই অভ্যুত্থানে আহতদের তথ্য নিতে হাসপাতালে যাবে ইসি

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ ফের বাড়ল

জুলাই অভ্যুত্থানে আহতদের চাকরির ব্যবস্থা হচ্ছে, সিভি আহ্বান

ইয়াবা কারও নিয়ন্ত্রণে নেই, সর্বত্র ছড়িয়ে গেছে: মাদকের অতিরিক্ত ডিজি

সেকশন