Ajker Patrika
হোম > জাতীয়

কাঠগড়া থেকে লোহার খাঁচা সরাতে ১০ আইনজীবীর রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাঠগড়া থেকে লোহার খাঁচা সরাতে ১০ আইনজীবীর রিট

বিচারিক আদালতের এজলাসকক্ষ থেকে লোহার খাঁচা অপসারণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী আজ মঙ্গলবার এ রিট করেন। এর আগে গত বছরের ১৬ অক্টোবর আইনসচিব, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও পুলিশের মহাপরিদর্শক বরাবর আইনি নোটিশ পাঠিয়েছিলেন তাঁরা। 

আইনজীবীরা হলেন জি এম মুজাহিদুর রহমান, মোহাম্মদ নোয়াব আলী, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ সাদিক, মিজানুল হক, মুজাহিদুল ইসলাম, মেসবাহ উদ্দিন, মো. জোবায়দুল ইসলাম, আজিম উদ্দিন পাটোয়ারী ও সাজ্জাদ সারোয়ার। 

রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বাংলাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে এই ধরনের লোহার খাঁচা অতীতে ছিল না। বর্তমানে প্রায় শতাধিক আদালতে এই ধরনের খাঁচা বিদ্যমান। এই ধরনের খাঁচা ব্যবস্থাপনা সংবিধানের ৩১,৩২ ও ৩৫ (৫) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। ৩৫ (৫) এ বলা আছে কারও সঙ্গে নিষ্ঠুর-অমানবিক আচরণ করা যাবে না। অযথা এই খাঁচা ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের সঙ্গে নিষ্ঠুর অমানবিক ও বর্বর আচরণ করা হচ্ছে। 

বিচারিক আদালতের এজলাসকক্ষ থেকে লোহার খাঁচা অপসারণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছেতিনি বলেন, সর্বজনীন মানবাধিকার সনদ, নির্যাতনবিরোধী আন্তর্জাতিক সনদসহ অন্য কোনো দেশীয় ও আন্তর্জাতিক দলিল এই ধরনের আচরণ অনুমোদন করে না। অন্ধকার যুগে মানুষকে খাঁচায় বন্দী করে রাখা হতো। বর্তমানে নিম্ন আদালতে এই খাঁচা ব্যবস্থাপনার মাধ্যমে মূলত নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। এমনকি জামিনে থাকা আসামিদের হাজিরার জন্যও এই খাঁচা ব্যবহার করা হয়।

ধর্ষণ মামলার বিচারের সময় কমাতে খসড়া

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির জীবন সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

শাপলা-শাহবাগের কর্মীরা কমরেডস হয়েছিল বলেই হাসিনার পতন ঘটেছিল: মাহফুজ আলম

পুলিশের সেই ৮৮ এসআই নিয়োগের পথ খুলল

কেন্দ্রীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের আগপর্যন্ত এনআইডি ইসির অধীনেই থাকবে

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার অবনতি: প্রেস সচিব

বেক্সিমকো চলবে নিজস্ব ব্যবস্থাপনায়, হাইকোর্টের রায়

সাংবাদিকদের বেসিক বেতন ৩০-৪০ হাজার টাকা করতে হবে: শফিকুল আলম

১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না

৮ নতুন উপদেষ্টা নিয়োগের প্রজ্ঞাপনটি ভুয়া, ফেসবুকে প্রেস সচিব