Ajker Patrika
হোম > জাতীয়

নির্বাচন সামনে রেখে মার্কিন নাগরিকদের বাংলাদেশে সতর্কভাবে চলাফেরার পরামর্শ

অনলাইন ডেস্ক

নির্বাচন সামনে রেখে মার্কিন নাগরিকদের বাংলাদেশে সতর্কভাবে চলাফেরার পরামর্শ

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। রোববার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ‘ডেমনস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে প্রচারিত ভ্রমণ সতর্কবার্তায় এ পরামর্শ দেওয়া হয়। ঢাকাসহ সারা দেশে চলাফেরায় তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। 

মার্কিন দূতাবাস সতর্কবার্তায় বলেছে, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে বা ওই সময়ে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। 

ডেমনস্ট্রেশন অ্যালার্টে আরও বলা হয়েছে, সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে পারে এবং এগুলোর আরও তীব্র হতে পারে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের আগাম সতর্কতা মেনে চলা উচিত। 

সতর্কবার্তায় বলা হয়েছে, যেকোনো ধরনের বিক্ষোভ এড়িয়ে চলুন। যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতার সঙ্গে পথ চলুন। 

স্থানীয় ঘটনাসহ আশপাশের পরিবেশ পরিস্থিতির বিষয়ে সচেতন থেকে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন নজর রাখার বিষয়েও সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

আদানির সঙ্গে চুক্তি বাতিলের সুযোগ নিচ্ছে না সরকার

জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে আগে স্থানীয় নির্বাচন চাই

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে স্টারলিংক

পিলখানা হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্য চায় কমিশন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

ভারতের চোখে বাংলাদেশকে দেখা যুক্তরাষ্ট্রের ঠিক হবে না: ড্যানিলোভিচ

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার

দেশটা কি কাপুরুষের দেশ হয়ে গেল: ঢামেকে উপদেষ্টা শারমীন