ঢাকা: লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ‘বাংলাদেশ আইটি কানেক্ট-ইউকে ডেস্ক’ শীর্ষক এক বিশেষ ভার্চুয়াল ডেস্ক চালু করেছে। দেশের আইটি খাতে বিদেশি বিনিয়োগ ও দেশীয় আইটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাজ্যের আইটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত বৃহস্পতিবার এ ভার্চুয়াল ডেস্কের উদ্বোধন করেন। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এলআইসিটি প্রকল্প ও লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে স্থাপিত ‘বাংলাদেশ আইটি কানেক্ট-ইউকে ডেস্ক’ মূলত বাংলাদেশ-ইউকে বি–টু–বি আইটি কানেকটিভিটি হাব। যা দেশের আইটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাজ্যের আইটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সংযোগ ও সাক্ষাৎকারের ব্যবস্থাসহ যুক্তরাজ্য থেকে বাংলাদেশে সরাসরি বিনিয়োগ প্রসারে বিশেষ ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।