হোম > জাতীয়

বড় মনিরকে ডিএনএ টেস্টে সহযোগিতা করতে বললেন আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন ৯ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। ওই সময়ের মধ্যে ধর্ষণের শিকার ওই নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আর বড় মনিরকে ডিএনএ পরীক্ষায় সহযোগিতা করতে বলেছেন আদালত।

 আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, বড় মনির প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে বিচার চাইতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। বড় মনির ডিএনএ টেস্ট করতে নমুনা সংগ্রহে সহযোগিতা করছেন না। এ সময় আপিল বিভাগ, আসামিপক্ষের আইনজীবীকে ডিএনএ টেস্ট করতে সহযোগিতা করতে বলেন। বড় মনিরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী আদালত থেকে বের হয়ে বলেন, ‘বিচার না পাওয়ার আশঙ্কা করছি। আসামি প্রভাবশালী। সে জামিন পেলে তদন্তে বিঘ্ন সৃষ্টি হবে।’

এর আগে, ধর্ষণ মামলায় বড় মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন গত ১৩ জুলাই স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ টেস্টের নির্দেশ দেন আদালত। ২১ আগস্ট ডিএনএ টেস্টের রেজাল্ট আপিল বিভাগে দাখিল করতে বলা হয়েছিল।

গোলাম কিবরিয়া টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব। এক কিশোরী বাদী হয়ে গত ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়।

এজাহারে বলা হয়, গোলাম কিবরিয়া তাঁর আত্মীয় ও পূর্বপরিচিত। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে ওই কিশোরীর বিরোধ সৃষ্টি হয়। বিরোধের বিষয়টি গোলাম কিবরিয়াকে জানানোর পর তিনি সমস্যা সমাধান করার আশ্বাস দেন।

মামলায় অভিযোগে বলা হয়, গত বছরের ১৭ ডিসেম্বর গোলাম কিবরিয়া ওই কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং তাঁর আপত্তিকর ছবি তুলে রাখা হয়। পরবর্তীতে আপত্তিকর ওই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বড় মনির গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দিতে থাকেন। তবে ওই কিশোরী রাজি না হলে গত ২৯ মার্চ বড় মনির ওই কিশোরীকে তুলে নিয়ে আবার ধর্ষণ করেন। ঘটনার পর গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবও কিশোরীকে মারধর করেন।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ