Ajker Patrika
হোম > জাতীয়

নির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার: হাসান আরিফ

অনলাইন ডেস্ক

নির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার: হাসান আরিফ
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। ছবি: আজকের পত্রিকা

নির্বাচনের দিকে সরকার ধাপে ধাপে এগিয়ে যাবে বলে জানিয়েছেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

হাসান আরিফ বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এখন সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে।’

হাসান আরিফ আরও বলেন, ‘নির্বাচন কমিশনে যারা এসেছেন, সবাই অভিজ্ঞ। তাঁরা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করি।’

ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা বলেন, ‘দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণে কাজ চলছে এবং আন্তর্জাতিক পর্যটকেরা এ দেশে সম্পূর্ণ নিরাপদ।’

সেন্ট মার্টিন ভ্রমণে নিয়ম বেঁধে দেওয়ার ফলে পর্যটনশিল্পে কোনো প্রভাব পড়বে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিটি জিনিসেরই একটি ধারণক্ষমতা থাকে। তার অতিরিক্ত হলে সেটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেন্ট মার্টিনকে বাঁচিয়ে রাখার জন্যই পর্যটন সীমিত করা হয়েছে। কাজেই কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।’

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের প্রমুখ।

মানবতাবিরোধী অপরাধের জন্য হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: প্রধান উপদেষ্টা

এস আলম গ্রুপের আরও ১১ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা–সিলেট

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

এক ছাতায় সব নাগরিক সেবা

অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা