হোম > জাতীয়

দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদনের সময় বাড়াল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন করার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ সোমবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। নতুন সময় অনুযায়ী, এখন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত দেশীয় সংস্থাগুলো আবেদন করতে পারবে। এর আগে ২৫ নভেম্বর আবেদনের সময় শেষ হয়। ওই সময় পর্যন্ত কমবেশি ৪০টি সংস্থা আবেদন করে। ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

এদিকে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা দেওয়া, নিরাপত্তা, ইমিগ্রেশন সুবিধাসহ অন্যান্য বিষয়ে প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি পর্যালোচনায় মঙ্গলবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছে ইসি। 

ইসির কর্মকর্তারা জানান, এ নির্বাচন পর্যবেক্ষণে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক অংশ নিক—এমনটিই চায় নির্বাচন কমিশন। এ জন্য তাঁদের আবেদনের সময়ও বাড়িয়ে ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কমিশন থেকে থেকেও ৩৪টি দেশ ও ৪টি সংস্থার ১১৪ জনকে নির্বাচন পর্যবেক্ষণে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল পর্যন্ত প্রায় ১০০ জন এ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে।

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা প্রক্রিয়াকরণ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে আজ কমিশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা নিয়ে সভার আয়োজন করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও সিভিল অ্যাভিয়েশন এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে ইসি।

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা