Ajker Patrika
হোম > জাতীয়

পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

কলকাতা সংবাদদাতা

পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ এক সদস্যকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। বর্ধমান জেলার কাঁকসা থানার মিলেপাড়া থেকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স তাঁকে গ্রেপ্তার করে। 

বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাত মডিউলের আরেক জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলামে যুক্ত থাকার অভিযোগে মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ নামে কলেজপড়ুয়া একজনকে গ্ৰেপ্তার করা হয়েছে। তিনি কম্পিউটার সায়েন্স বিষয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পশ্চিম বর্ধমানের কাঁকসায় মিরেপাড়ায় তাঁর নিজের বাড়ি থেকে গ্ৰেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি থেকে জঙ্গিযোগের একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে।

হাবিবুল্লাহ শেখ বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গিবাদ সংগঠন আনসার আল ইসলাম আল কায়েদার হয়ে কাজ করতেন বলে অভিযোগের কথা জানিয়েছে সেখানকার পুলিশ। 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, হাবিবুল্লার শেখ বিআইপি নামে একটি ম্যাসেজিং প্ল্যাটফর্মে সাংকেতিক ভাষায় যোগাযোগ রাখতেন। তাঁর প্রধান কাজ ছিল রাজ্য থেকে যুবকদের এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করা। হাবিবুল্লার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, হাবিবুল্লাহ মেধাবী ছাত্র। সবার বিপদে-আপদে পাশে এসে দাঁড়ান। তাঁর সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ রয়েছে, এমন খবরে তাঁরা বিস্মিত।

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের রেশনে বড় কাটছাঁট, তীব্র খাদ্যসংকটের আশঙ্কা

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকায়, সম্পর্ক জোরালো করতে চায়

অতিরিক্ত আইজিপিসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

মানবতাবিরোধী অপরাধের জন্য হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: প্রধান উপদেষ্টা