Ajker Patrika
হোম > জাতীয়

প্রথম বেল্ট অ্যান্ড রোড ফোরামে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধিতে জোর

অনলাইন ডেস্ক

প্রথম বেল্ট অ্যান্ড রোড ফোরামে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধিতে জোর
বিসিওয়াইএসএ—এর আয়োজনে প্রথম ‘বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর অ্যাডভান্সমেন্ট অব চায়না অ্যান্ড বাংলাদেশ রিলেশন—২০২৫’ শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) আয়োজনে প্রথম ‘বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর অ্যাডভান্সমেন্ট অব চায়না অ্যান্ড বাংলাদেশ রিলেশন—২০২৫’ শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল, ‘চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা ও সুসম্পর্ক বৃদ্ধি করা।’

বিসিওয়াইএসএ—এর এই আয়োজনে সহযোগী হিসেবে ছিল উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, চায়না; এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও উত্তরা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। মিডিয়া পার্টনার হিসাবে ছিল আজকের পত্রিকা।

বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের এবং চীনে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মজীবীদের সার্বিক উন্নতি ও ঐক্য প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে কাজ করে আসছে বিসিওয়াইএসএ। বাংলাদেশের বর্ণিল সংস্কৃতি এবং ঐতিহ্য চীনের মানুষের কাছে সুন্দরভাবে তুলে ধরার জন্য বছরব্যাপী চীনে বসবাসরত বাংলাদেশিদের মাঝে বিভিন্ন সাংস্কৃতিক এবং শিক্ষণীয় অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করে থাকে সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি এই সংগঠনের পক্ষ থেকে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘দ্য ফার্স্ট বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর অ্যাডভান্সমেন্ট অব চায়না অ্যান্ড বাংলাদেশ রিলেশন—২০২৫’ শীর্ষক এক অনলাইন সেমিনার। গত ৮ ফেব্রুয়ারি এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চীন ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য পেশার কর্মজীবী মিলে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বিসিওয়াইএসএ—এর যুগ্ম সাধারণ সম্পাদক সুয়াইবা তাসনিমের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মনিরুজ্জামান শিহাব। এরপর বিশেষ বক্তব্য প্রদান করেন বিসিওয়াইএস—এর সহসভাপতি ড. এসএম মিনহাজ।

সেমিনারে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স, পিএইচডি এবং পোস্ট ডক্টরাল কোর্সে অধ্যয়নরত ৬ জন শিক্ষার্থী ৬টি প্রবন্ধ উপস্থাপন করেন। এই প্রবন্ধ গুলোতে প্রযুক্তি, ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, চিকিৎসা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে রোড অ্যান্ড বেল্টের সুবিধা বাংলাদেশ কীভাবে পেতে পারে সেসব বিষয়ে শিক্ষার্থীরা আলোকপাত করেন। সবাই তাদের বক্তব্যে বাংলাদেশ এবং চীনের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির জন্য বিভিন্ন সেক্টরে কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা করেন।

সেমিনারে বক্তব্য রাখেন—চীনের উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন স্কুলের ডিন অধ্যাপক তাও হুই, উত্তরা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পুরঃ কৌশল, পরিবেশ এবং শিল্প প্রকৌশল স্কুলের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. সুলতানুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রুবেল মাহমুদ, স্বতন্ত্র বস্ত্র শিক্ষা বিশেষজ্ঞ অধ্যাপক ড. সাইফুর রহমান।

এ ছাড়া, চীনের গুয়াংডং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি স্কুলের সহযোগী অধ্যাপক এবং বিসিওয়াইএস—এর উপদেষ্টা ড. মিরাজ আহমেদ এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী। তাঁরা সবাই তাঁদের বক্তব্যে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ-চীনের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে এ রকম আয়োজন সম্মুখ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

সবশেষে বিসিওয়াইএসএ—এর সভাপতি মো. জান্নাতুল আরিফের সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: মাহফুজ আলম

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না: মাহফুজ আলম

নিউইয়র্ক টাইমসের আলোচিত নিবন্ধটি নিয়ে যা বললেন প্রেস সচিব

মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠাল সেনাবাহিনী, সঙ্গে উদ্ধারকারী দল

প্রতিরক্ষা খাতসহ বাংলাদেশ-তুরস্ক কৌশলগত অংশীদারত্ব বাড়তে পারে যেসব ক্ষেত্রে

ঈদুল ফিতরে ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

বাংলাদেশে এখন শান্তি ফিরিয়ে আনা জরুরি: প্রধান উপদেষ্টা

মার্চে হামলা, আইনি হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার ৩৪ সাংবাদিক: প্রতিবেদন

‘জ্বালানি তেলের দাম অপরিবর্তিত’