Ajker Patrika
হোম > জাতীয়

বাংলাদেশের নির্বাচনে ‘গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ না করায়’ হতাশ কানাডা

অনলাইন ডেস্ক

বাংলাদেশের নির্বাচনে ‘গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ না করায়’ হতাশ কানাডা

বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ পরিপূর্ণরূপে অনুসৃত না হওয়ায় হতাশা ব্যক্ত করেছে কানাডা। পাশাপাশি দেশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করে গণতন্ত্র ও মানবাধিকার এগিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, ‘কানাডা বাংলাদেশি নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে এবং নির্বাচনের আগে ও নির্বাচনের সময় ঘটে যাওয়া ভয়ভীতি-সহিংসতার নিন্দা জানায়। আমরা সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি জানাই।’ 
 
বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ পুরোপুরি অনুসরণ করা হয়নি উল্লেখ করে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশ যে গণতান্ত্রিক ও স্বাধীনতার মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত, তা এই নির্বাচনী প্রক্রিয়ায় পুরোপুরি অনুসৃত না হওয়ায় কানাডা হতাশা ব্যক্ত করছে।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে গণতন্ত্র, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও মৌলিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে কানাডা। একটি কার্যকর বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংবাদপত্রের স্বাধীনতা, একটি শক্তিশালী ও সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ।’ 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কানাডাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রধান দেশ হিসেবে উল্লেখ করে বলা হয়, ‘১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রধান দেশ কানাডা এবং বাংলাদেশের জনগণের আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে অগ্রযাত্রার যে আকাঙ্ক্ষা তা পূরণে কানাডা সব সময়ই বাংলাদেশের জনগণের পাশে থাকবে।’

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা–সিলেট

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

এক ছাতায় সব নাগরিক সেবা

অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল