পেশাদার কূটনীতিক সারাহ কুককে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাজ্য সরকার। তিনি বর্তমান হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত হবেন। আজ বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা প্রকাশ করেছে।
নতুন হাইকমিশনার সারাহ কুক আগামী এপ্রিল অথবা মে মাসে ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমানে লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে সরকারি চাকরিতে যোগ দেওয়া সারাহ ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত বাংলাদেশে ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রধান ছিলেন।