হোম > জাতীয়

যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের সঙ্গে যোগাযোগ বাড়াবে অন্তর্বর্তী সরকার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলীয় নতুন যে প্রশাসন দায়িত্ব নিতে যাচ্ছে, তার সঙ্গে যোগাযোগ বাড়াবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ডেমোক্র্যাট দলের বিভিন্ন পর্যায়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভালো সম্পর্ক আছে— এমন প্রেক্ষাপটে রিপাবলিকানদের সঙ্গে সম্পর্ক কেমন হতে পারে তা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘ট্রাম্প বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করবেন বা খারাপ করবেন— এমন কিছু বলেননি। এ কারণে এ বিষয়টি নিয়ে এখনই অনুমান করে কিছু বলার দরকার নেই।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন দায়িত্বে আসতে আরো দুই মাস সময় আছে। দায়িত্ব নেওয়ার পর তারা বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করবে।’

তবে রিপাবলিকানদের জয়ের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বড় কোনও পরিবর্তন হবে না বলে মনে করেন সাবেক এই কূটনীতিক। তিনি বলেন, ‘একটি দেশের সঙ্গে সম্পর্ক শুধু দলীয় ভিত্তিতে হয় না। বাংলাদেশের সঙ্গে যেসব বিষয় নিয়ে জো বাইডেনের ডেমোক্র্যাট প্রশাসনের আলাপ চলছিল, সেগুলো এর আগের ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। এ কারণে এটা বলা ঠিক হবে না যে, বাইডেন ও ট্রাম্প প্রশাসনের মাঝে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনও পরিবর্তন হবে।’

কূটনৈতিক কয়েকটি সূত্র জানায়, ‘মার্কিন নির্বাচনের আগে থেকেই সেখানকার দুই দলের সঙ্গেই ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশনগুলোর কমবেশি যোগাযোগ ছিল। এবারকার ভোটের ফলাফল গতকাল বুধবার স্পষ্ট হয়ে যাওয়ার পরপরই রিপাবলিকান দলের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে মিশনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ভারতীয় পণ্য বয়কটের ডাক শাহবাগ থেকে

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা