হোম > জাতীয়

ডিএনসিসির প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

আদেশ লঙ্ঘন করে ধূপখোলা খেলার মাঠে মার্কেট নির্মাণ অব্যাহত রাখায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শাহজাহান মিয়ার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। তাঁকে আগামী তিন মাসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এ ছাড়া খেলার মাঠে মার্কেটসহ অন্যান্য নির্মাণকাজের ওপর ৩ মাসের স্থিতাবস্থা জারি করেছেন আদালত। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২০২৩ সালে ঢাকার গেন্ডারিয়া এলাকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডে ধূপখোলা খেলার মাঠে মার্কেটসহ অন্যান্য নির্মাণকাজের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), নিজেরা করি, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নাগরিক উদ্যোগ ও গ্রিন ভয়েস রিট দায়ের করে। শুনানি শেষে ওই বছরের ১২ মার্চ হাইকোর্ট নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা জারি করেন।

তবে হাইকোর্টর আদেশ অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রাখায় সম্প্রতি আদালত অবমাননার অভিযোগ দায়ের করে বেলা। বেলা’র পক্ষে আইনজীবী এস. হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ